আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে জরুরি নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১৬ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদযাত্রার ভাবে পরিচালনার জন্য আগামী ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি পরিবহনের যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নির্দেশনা বাস্তবায়নের জন্য বিআরটিএ-কে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সবাইকে অবহিত করতে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।