ঈদুল ফিতরের পর দেশের পোশাক শ্রমিকরা বড় ছুটি পেয়েছেন এবং ঈদের আগে কিছু প্রতিষ্ঠানে বেতন-বোনাস নিয়ে যে অসন্তোষ ছিল, তা এখন শান্ত হয়েছে। ছুটি শেষে দেশের তৈরি পোশাক খাতের কার্যক্রম পূর্ণগতিতে শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিজিএমইএ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা ঈদের ছুটির পর চালু হয়েছে। বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, সংগঠনভুক্ত ২,১০৪টি সক্রিয় কারখানার মধ্যে ২,০৯২টি কারখানা এখন কার্যক্রম চালু রেখেছে। ঈদের ছুটিতে রয়েছে মাত্র ১২টি কারখানা।
এছাড়া, বিজিএমইএ জানায় যে, ডিএমপি এলাকায় সবচেয়ে বেশি কারখানা চালু রয়েছে (৯৯.৬৯%)। এরপর নারায়ণগঞ্জে ৯৮.৯৪%, চট্টগ্রাম ও গাজীপুর-ময়মনসিংহ এলাকায় ৮৮.৮% এবং সাভার-আশুলিয়াতে ৮৮% কারখানা চালু হয়েছে।