ঈদুল ফিতর উপলক্ষে আগামী শুক্রবার (২৮ মার্চ) থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন দেশের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা প্রদানের সুবিধার্থে শিল্প ও বাণিজ্যিক এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংক খোলা থাকবে।
ঢাকা মহানগর, টঙ্গী, আশুলিয়া, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প এলাকায় শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং শনিবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
এছাড়া, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহের সাত দিনই খোলা থাকবে। আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে।