ঈদ এলেই বিয়ের আনন্দে মুখর থাকে অনেক পরিবার। সেই তালিকায় পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। মাত্র কয়েক দিনের ব্যবধানে একের পর এক তারকার বিয়েতে উৎসবমুখর হয়ে উঠেছে সামাজিক মাধ্যম।
সম্প্রতি বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। একই দিনে সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধির সঙ্গে ইসলামী রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান।
এই ধারাবাহিকতায় নতুন জীবন শুরু করলেন আরেক জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ মোতাবেক তাদের আক্দ সম্পন্ন হয়।
বিয়ের পর জামিল সামাজিক মাধ্যমে স্ত্রী মুনকে সঙ্গে নিয়ে একটি ছবি শেয়ার করে লেখেন—“আলহামদুলিল্লাহ।” এর আগেই অভিনেত্রী মনিরা মিঠু তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ করেন।
অভিনেত্রী মুন প্রথমে বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। পরে নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের ভালোবাসা অর্জন করেন। ‘কাগজ’ নামের একটি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। একসঙ্গে কাজ করতে করতেই গড়ে ওঠে জামিল ও মুনের বন্ধন, যা এবার পরিণয়ে রূপ নিল।
নতুন এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন রওনক হাসান, শাহনাজ খুশি, সালহা খানম নাদিয়াসহ আরও অনেকে। ভক্তরাও আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন তাদের এই নতুন জীবনের শুরু।