আসন্ন ঈদুল আজহায় ঢাকায় কোরবানির পশু সরবরাহ নিশ্চিত করতে তিনটি বিশেষ ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, পশুবাহী এসব ট্রেনে প্রতিটিতে থাকবে ২৬টি কোচ, যার মধ্যে থাকবে একটি ব্রেকভ্যান।
ট্রেনগুলোর সময়সূচি:
- ক্যাটেল স্পেশাল-১: দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন ভোর সাড়ে ৬টায়।
- ক্যাটেল স্পেশাল-২: ইসলামপুর বাজার থেকে ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে।
- ক্যাটেল স্পেশাল-৩: দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪ জুন ভোর সাড়ে ৬টায়।
এই উদ্যোগ ঢাকায় পশু সরবরাহে স্বস্তি আনবে বলে আশা করছে রেলপথ মন্ত্রণালয়।