পাবনার ঈশ্বরদীতে দিনভর অভিযান চালিয়ে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করায় ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বুধবার (৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর ও সাহাপুর ইউনিয়নের চর-গড়গড়ি এলাকার ইটভাটা ৪টিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত হোসেন খান।
এ সময় বিশ্বাস ব্রিকস-কে ৫০ হাজার টাকা, মেসার্স ব্রাদার্স ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স মন্ডল ব্রিকসকে এক লাখ টাকা, ও স্বপ্ন ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করেন। সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। ঈশ্বরদী থানার ওসি মো. শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে অবৈধ ইটভাটাগুলো বন্ধের লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অবৈধ ইটভাটার মালিকদের সঙ্গে থানা পুলিশের কোনো সম্পর্ক নেই। অবৈধ ইট ভাটার মালিকদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত হোসেন খান বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করে ইটভাটাগুলো ইট প্রস্তুত করে আসছিল। প্রতিটি ভাটায় কয়লার পরিবর্তে কাঠ ও খড়ি পুড়িয়ে আসছিল। এ কারণে ইট ভাটাগুলোতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ইট ভাটা না চালানোর ভাটার মালিকদের কঠোরভাবে হুশিয়ারি দেওয়া হয়েছে। অবৈধ ইট ভাটাগুলোতে অভিযান অব্যাহত থাকবে।’