কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ ১৪ লাখ টাকা ও একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত নবী হোসেন গ্রুপের চার সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনী ও এপিবিএনের যৌথ অভিযানে ক্যাম্প-১১ এর সি/৬ ব্লকের মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন ক্যাম্প-১১ এর ই ব্লকের মো. ইউসুফের ছেলে মো. আনাস (৩০), ক্যাম্প-৯ ব্লক সি-১৪ এর নুর বসরের ছেলে মনসুর (৩২), ক্যাম্প-৯ এর সি ব্লক ১৬ এর নাজিমুদ্দিনের ছেলে ইয়াসের আরাফাত (৩৫) এবং ক্যাম্প-১১ এর সি-৬ ব্লকের সৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)।
সেনাবাহিনী জানায়, নবী হোসেনের দলের এই সদস্যরা জনৈক অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের সঙ্গে বিদেশি অস্ত্র কেনাবেচার জন্য ক্যাম্প-১১ তে জড়ো হয়েছিল। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস পালিয়ে গেলেও চারজনকে অস্ত্র ও টাকাসহ আটক করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি (UZI SMG) মিয়ানমারের সেনাবাহিনীর ব্যবহার করা বলে জানা গেছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, অস্ত্রটি নবী হোসেনের আস্তানা ক্যাম্প-৮ (ইস্ট) এ নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।