উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সব গেট বন্ধ করে তারা বিক্ষোভ করছে।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কর্মকর্তাসহ কোনো কর্মচারী দফতরে প্রবেশ করতে পারছেন না। অফিসগামী সবাই গেটের বাইরে অপেক্ষা করছেন। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে, রোববার রাজধানীর জাতীয় শহীদ মিনারে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে তারা। সেখান থেকেই ঘোষণা আসে সোমবারের ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাবে এবং দাবি পূরণ না হলে কর্মসূচি আরও তীব্র হবে।