উজানের ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে লালমনিরহাট জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে বুধবার সকাল ৯টায় পানি কিছুটা কমে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবগুলো (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।
এদিকে, হাতীবান্ধা উপজেলার মধ্য ধুবনী গ্রামে নদীর স্রোতে একটি কাঁচা রাস্তা ভেঙে গেছে, যার ফলে এলাকার ফসলি জমি তলিয়ে গেছে এবং স্থানীয়দের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে।
অন্যদিকে আদিতমারী উপজেলার মহিষখোচাসহ আশপাশের এলাকাগুলোতেও পানির উচ্চতা বেড়ে রোপা আমনের ক্ষেত প্লাবিত হয়েছে। এতে প্রায় হাজার খানেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।