রাজধানীর উত্তরায় ডিবি পুলিশ সেজে এক ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল ও নগদ প্রায় তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) রাতের দিকে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের কাছে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোহাম্মদ আল আমিন, যিনি পূবালী ব্যাংকের একজন কর্মকর্তা, জানান—পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পোশাক পরা কয়েকজন তার মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় দু’জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে তাকে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তোলা হয়। সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয় এবং ছিনিয়ে নেওয়া হয় সঙ্গে থাকা প্রায় ৩ লাখ টাকা। মারধরের পর তাকে হাতকড়া পরানো অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।
ভুক্তভোগী তুরাগ থানায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।