রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাব।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
এর আগে দুর্ঘটনার পর বিকৃত হয়ে যাওয়া ছয় মরদেহের পরিচয় শনাক্ত করতে বুধবার (২৩ জুলাই) পর্যন্ত সিআইডি ১১ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে।
সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা ছয়টি মরদেহ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত একাধিক পরিবারের স্বজনরা ডিএনএ নমুনা জমা দিয়েছেন।
বিমান দুর্ঘটনার ঘটনায় স্বজন হারানো পরিবারগুলো এখন শনাক্ত হওয়া মরদেহ বুঝে পাওয়ার অপেক্ষায় আছেন।