ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিমান দুর্ঘটনায় নিহত হুমায়রা (সখীপুর) ও তানভীর আহমেদ (মির্জাপুর) এর কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
সোমবার (২৮ জুলাই) দুপুরে সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়ায় হুমায়রার কবর জিয়ারত করেন বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে সুলতান মাহমুদ বিমানঘাঁটির উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি।
পরে তিনি মির্জাপুর উপজেলার নয়াপাড়া গ্রামে গিয়ে নিহত তানভীর আহমেদের কবরেও শ্রদ্ধা জানান।
উইং কমান্ডার আব্দুল্লাহ বলেন,
“এ দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক। বাংলাদেশ বিমানবাহিনী সব সময় জনগণের পাশে রয়েছে। আহতদের জন্য ২৪ ঘণ্টা সেবা দেওয়া হচ্ছে। নিহত পরিবারগুলোর পাশে আমরা আছি।”
🗣 পরিবার থেকে ঘাঁটির নামকরণের দাবি:
হুমায়রার বাবা দেলোয়ার হোসেন বলেন,
“হুমায়রা ছিল খুব মেধাবী। ডাক্তার হতে চেয়েছিল। সেই স্বপ্ন পূরণের আগেই এ দুর্ঘটনা তাকে কেড়ে নিল। আমরা চাই, সখীপুরের বিমান ঘাঁটির নাম হুমায়রার নামে করা হোক।”