ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই সফলভাবে আবদালি ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এটি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য স্বল্পপাল্লার অস্ত্র, যার পাল্লা ৪৫০ কিলোমিটার। শনিবার (৩ মে) এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করে।
আইএসপিআর জানায়, উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই, ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন এবং উচ্চতর গতিশীলতা পরখ করা। “এক্স ইন্ডাস” নামক এই সামরিক মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (AFSC) প্রধান, কৌশলগত পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উৎক্ষেপণে অংশগ্রহণকারী সেনাসদস্য ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা কৌশলগত বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের প্রস্তুতি দেশের নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, পাকিস্তানের এই পদক্ষেপ এমন এক সময় এসেছে যখন ভারত-পাকিস্তান সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছে। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এরপর থেকেই সীমান্তজুড়ে সেনা মোতায়েন বৃদ্ধি পেয়েছে উভয় দেশে।
ভারতের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দেওয়ার পর ২৫ এপ্রিল থেকে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা চলছে বলেও জানা গেছে।