জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর ম্যাচে মাঠে নামার আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তার হার্টে রিং পরানো হয়।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন তামিম। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে ঈদের আগে তিনি বাসায় ফেরেন।
পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার সিদ্ধান্ত নেন তামিম। যদিও শুরুতে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল, তবে তা পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরে একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে তার সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। সেখানে তামিম পরামর্শ গ্রহণের পাশাপাশি শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন।
তামিমের শারীরিক অবস্থা নিয়ে ঢাকা বেসরকারি হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, ‘ক্রিকেটে তামিম ফিরতে পারবেন কি না, তা নির্ভর করবে পরবর্তী তিন-চার মাসের পর্যবেক্ষণের ওপর। তখনকার অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে কার্ডিয়াক টিম ও ফিজিওরা।’
এদিকে তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, ‘তামিম এখন আশঙ্কামুক্ত, তবে সম্পূর্ণ বিশ্রামে আছেন।’