ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে পারিবারিক বিরোধ থেকে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন মো. জামাল মিয়া (৪৫), যিনি ওই গ্রামের শনু মিয়ার ছেলে। শনিবার (১২ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে।
নিহতের মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামাল মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। সম্প্রতি তার চাচাতো ভাই বাবুল মিয়ার ছেলেও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়েই শুক্রবার সন্ধ্যায় বাবুল মিয়া চাচাতো ভাই জামাল মিয়াকে কটাক্ষ ও উপহাস করেন। এতে দুইজনের মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতির সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি দুই পরিবারের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন ইটপাটকেল ছোড়াছুড়িতে জড়িয়ে পড়ে। এতে জামাল মিয়া গুরুতর আহত হন। তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা বলছেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন প্রাণঘাতী সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।