খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের অপসারণের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে তারা দুর্বার বাংলা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং পরে একটি মিছিল বের করেন। একইসঙ্গে ক্যাম্পাসজুড়ে পোস্টারিংও চলছে।
শিক্ষার্থীরা জানায়, উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা।
এর আগে, গত রোববার শিক্ষাকার্যক্রম চালু ও আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরে সোমবার রাতে কুয়েট সিন্ডিকেট ঘোষণা দেয়, মে মাসের শুরুতে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে এবং হলগুলো খুলে দেওয়া হবে। একইসঙ্গে ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তও নেয় সিন্ডিকেট।
তবে এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে মঙ্গলবার থেকে আন্দোলন আরও জোরদার করে শিক্ষার্থীরা। তারা তালা ভেঙে হলে অবস্থানও নেন।