নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অপতথ্যের অপব্যবহার রোধে শুধু নীতিমালা নয়, প্রয়োজন সুনির্দিষ্ট কৌশল ও বাস্তবসম্মত পদক্ষেপ— এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর ইটিআই-তে আয়োজিত এক কর্মশালায় সিইসি বলেন, আসন্ন নির্বাচনে এআই ব্যবহারের মাধ্যমে ভুয়া তথ্য, বিভ্রান্তিমূলক প্রচারণা ও অপতথ্যের ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি বলেন, “এআই-এর অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। তাই কেবল নীতিমালা তৈরি করলেই হবে না, এ বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সিইসি আরও জানান, নির্বাচনে অপতথ্য রোধে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে। এই সেল তথ্য যাচাই ও ভুল সংবাদ শনাক্তে কাজ করবে। পাশাপাশি, দুর্গম এলাকাতেও কীভাবে অপতথ্যের বিস্তার রোধ করা যায়, তা নিয়েও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের কাছে এআই-এর অপব্যবহার এবারের নির্বাচনের অন্যতম বড় চ্যালেঞ্জ। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।