জুলাই সনদ, কাঠামোগত সংস্কার, বিগত সরকারের বিচার ও আসন্ন নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ আহ্বান জানান।
তিনি বলেন, “একসঙ্গে এই চারটি ঘোষণা দিলে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসবে।” পাশাপাশি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে দলের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তারা গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকারের অংশ হয়েছেন, তবে ভবিষ্যতে রাজনীতি করতে চাইলে তাদের সরকার থেকে সরে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
৫ আগস্ট সরকার পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, “আইএসপিআর যদি এই তালিকা আরও আগেই প্রকাশ করত, তাহলে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হতো না।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।