আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আজ মহান একুশে। ১৯৫২ সালের এই দিন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল সালাম, বরকত, রফিকরা। তাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে প্রতিবছরের ন্যায় এবছরও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে কোটি বাঙালি।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলেও একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, টাঙ্গাইল প্রেস ক্লাব, টাঙ্গাইল পৌরসভা, কমিউনিটি পুলিশিং কমিটি, সাধারণ গ্রন্থাগারসহ বেশ কয়েকটি সংগঠন।
রাত ১২টা ০১ মিনিটে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ আলহাজ্ব ছানোয়ার হোসেন ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। তারপর টাঙ্গাইল জেলা পুলিশ শহীদদের সম্মানে সম্মানসূচক সালাম প্রদান করেন। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী।
এরপর সভাপতি জাফর আহমেদের নেতৃত্বে টাঙ্গাইল প্রেস ক্লাব, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেলের নেতৃত্বে টাঙ্গাইল পৌরসভা, সভাপতি মো. আনিসুর রহমান দাদুভাই এর নেতৃত্বে কমিউনিটি পুলিশিং কমিটি, সাবেক জেলা কমান্ডার খন্দকার জহিরুল হক ডিপটি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে সাধারণ গ্রন্থাগার, করোনেশন ড্রামাটিক ক্লাব, টাঙ্গাইল কালীবাড়ি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, টাঙ্গাইল ম্যাটস্, টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয়, কয়েকটি অনলাইন গ্রুপ সহ বেশ কিছু সংগঠন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।