চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে রাজা ইলিশ নামে খ্যাত একটি বড় আকারের ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৫৫০ টাকায়। শনিবার (২৩ আগস্ট) ভোরে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জাল ফেলেন জেলে গোফরান হোসেন। কয়েক ঘণ্টা পর জাল টেনে তুলতেই ছোট-বড় ইলিশের সঙ্গে ধরা পড়ে এই বিরল রাজা ইলিশ।
মাছঘাটে উঠতেই ইলিশটি ক্রেতাদের নজর কাড়ে। নিলামে দাম বাড়তে বাড়তে শেষ পর্যন্ত এটি বিক্রি হয় ৯ হাজার ৫৫০ টাকায়। প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৪ হাজার ৭৭৫ টাকা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এত বড় আকারের ইলিশ সচরাচর বাজারে পাওয়া যায় না।
ক্রেতারা বলছেন, সাধারণ মানুষের পক্ষে এত দাম দিয়ে ইলিশ কেনা সম্ভব নয়। তবে বড় ইলিশের স্বাদ আলাদা হওয়ায় ধনীরা উচ্চমূল্য দিয়ে কিনে থাকেন।
চাঁদপুরের ইলিশ দেশজুড়ে খ্যাত হলেও সাম্প্রতিক বছরগুলোতে বড় আকারের ইলিশের দেখা কম মেলে। তাই বাজারে আসলেই এর দাম কয়েক গুণ বেড়ে যায়। বর্তমানে ভরা মৌসুমে প্রতি কেজি ইলিশের দাম ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে।