গত এক মাসে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের মান ৯ শতাংশের বেশি কমেছে, তবু বাংলাদেশি মুদ্রা টাকার মান তুলনামূলকভাবে সবচেয়ে বেশি অবমূল্যায়িত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার (২২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রাবাজার পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, চলতি বছরের জুন মাসে ডলারের বিপরীতে টাকার মান ৩.৮৯% কমেছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বাধিক। অথচ একই সময়ে ডলারের বিপরীতে ভারত ও পাকিস্তানের মুদ্রার মান কিছুটা কমলেও আশপাশের কিছু দেশের মুদ্রা শক্তিশালী হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা ও আমদানি ব্যয় বেড়ে যাওয়াই মূলত টাকার অবমূল্যায়নের অন্যতম কারণ। তবে জুলাইয়ে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। চলতি মাসে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে ১.৮৬%, যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করছে।
বিশেষজ্ঞদের মতে, স্থিতিশীল বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয় বৃদ্ধি এবং প্রবাসী আয়ের ওপর জোর দিতে না পারলে টাকার মান নিয়ে এই চাপে সাময়িক স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।