লিবিয়ার যুবক আমের মাহদি মনসুর দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন পবিত্র কাবাঘর তাওয়াফের আকাঙ্ক্ষা। চলতি বছর হজের উদ্দেশ্যে নিবন্ধন করেন তিনি এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তবে হজযাত্রার দিন এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন তিনি।
মিশর হয়ে সৌদি আরবে যাওয়ার কথা ছিল আমেরের। কিন্তু নিরাপত্তা ইস্যুর কথা উল্লেখ করে বিমানবন্দরে তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি। বিমানে উঠতে না পেরে হতাশ হলেও আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি তিনি। স্পষ্ট জানিয়ে দেন, হজের নিয়ত করেছেন তিনি, তাই যেকোনোভাবে মক্কা পৌঁছাতে চান।
এরপরই ঘটে এক অভাবনীয় ঘটনা। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি উড্ডয়নের পরপরই ফিরে আসে। যান্ত্রিক ত্রুটি ঠিক করে আবার উড্ডয়নের প্রস্তুতি নেয়া হয়, তবে এবারও আমেরকে বিমানে উঠতে দেওয়া হয়নি। অদ্ভুতভাবে ফের দ্বিতীয়বারের মতো একই ত্রুটির কারণে বিমানটি ফিরে আসে।
এই অবস্থায় বিমানের পাইলট নিজেই ঘোষণা দেন, আমেরকে না নিয়ে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন না। এরপরই কর্তৃপক্ষ তাকে বিমানে উঠার অনুমতি দেয় এবং তিনি হজের উদ্দেশ্যে রওনা হন।
সৌদি আরবে পৌঁছে আবেগভরা এক ভিডিও বার্তায় আমের বলেন, “আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ তাঁর কুদরত দেখিয়েছেন। আমি কাবাঘর তাওয়াফ করতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং বহু মানুষ একে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে বিবেচনা করছেন।