মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে বিলম্বে বিস্ময় ও আক্ষেপ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২২ এপ্রিল) হাইকোর্টে জামিন শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা অত্যন্ত বিস্মিত ও ব্যথিত যে ৫ আগস্টের পর যাঁরা আওয়ামী ফ্যাসিবাদের হাতে অন্যায়ভাবে আটক ছিলেন, তাঁরা সবাই মুক্তি পেলেও এটিএম আজহার এখনো মুক্তি পাননি।”
তিনি দাবি করেন, “আজহারের বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। আইনজীবীরা যথাসাধ্য প্রমাণ উপস্থাপন করেছেন। তবুও ৮ মাস কেটে গেলেও তিনি মুক্তি পাননি, যা দেশের ন্যায়বিচারপ্রত্যাশী জনগণকেও ব্যথিত করেছে।”
তবে হতাশ নন বলে জানিয়ে পরওয়ার বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের কাছে সুবিচারের প্রত্যাশায় ধৈর্য ধরে অপেক্ষা করব।”
তিনি আরও অভিযোগ করেন, “সবার মুক্তি হলো, শুধু একজনের নয়—এর দায় সরকার, প্রশাসন এবং জনগণের। আমরা আশা করি, আদালত এই বিষয়ে ন্যায়বিচার করবেন।”
এটিএম আজহারুল ইসলাম ২০১৪ সালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন, যা পরবর্তীতে আপিলের পর সাজা কমে যাবজ্জীবনে রূপ নেয়।