দক্ষিণ এশিয়ায় কর-জিডিপি অনুপাতে সবচেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের সংস্কারে যাচ্ছে। কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে ব্যর্থতা ও কাঠামোগত দুর্বলতা কাটাতে সরকার ভেঙে দিচ্ছে অর্ধশতাব্দী পুরনো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
পুনর্গঠনের অংশ হিসেবে গঠিত হবে দুটি নতুন বিভাগ—রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। আগামী জুলাই থেকে কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।
রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ দেখভাল করবে আদায়, বাজেট, বদলি-পদায়ন ও আইনের প্রয়োগ। রাজস্ব নীতি বিভাগ প্রণয়ন করবে আয়কর, কাস্টমস, শুল্কসহ বিভিন্ন কর নীতিমালা।
এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ জানান, একই ব্যক্তির হাতে নীতি ও বাস্তবায়নের দায়িত্ব থাকায় জবাবদিহিতার ঘাটতি ছিল। আলাদা বিভাগ থাকলে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, এতে হয়রানি কমবে এবং করদাতাদের সুরক্ষা বাড়বে।
সব কিছু ঠিক থাকলে ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ সংশোধনের মাধ্যমে এই নতুন কাঠামোর যাত্রা শুরু হবে জুলাইয়ে।