টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী। রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে আজাদ খান ভাসানী লেখেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শের প্রতি অঙ্গীকার তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব মূল্যবোধ অক্ষুণ্ন রাখতেই তিনি এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের হাত ধরে গঠিত এনসিপিতে তিনি অনেক আশা ও স্বপ্ন নিয়ে যুক্ত হয়েছিলেন। শুরু থেকেই তিনি জুলাই গণ-অভ্যুত্থানকে মহান মুক্তিযুদ্ধের অসমাপ্ত সংগ্রামের ধারাবাহিক অধ্যায় হিসেবে দেখেছেন এবং বৈষম্য, শোষণ ও বঞ্চনামুক্ত নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।

আজাদ খান ভাসানী আরও উল্লেখ করেন, মওলানা ভাসানীর গণমানুষনির্ভর, সাম্রাজ্যবাদ ও বৈষম্যবিরোধী রাজনীতির আদর্শ থেকেই তিনি প্রথমে জাতীয় নাগরিক কমিটি এবং পরে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত হন। সেই ধারাবাহিকতায় তিনি দলের কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারীর দায়িত্বও গ্রহণ করেছিলেন।
তবে বাস্তব অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যে ঐতিহাসিক দায়বদ্ধতা, ত্যাগ ও গণমানুষের প্রতি গভীর দায়বোধ প্রয়োজন, তার স্পষ্ট ঘাটতি তিনি অনুভব করেছেন। একই সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় গড়ে তোলার ক্ষেত্রেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি বলেন, এনসিপির সঙ্গে স্বল্প সময়ের পথচলায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। পাশাপাশি তরুণদের এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ সাফল্য কামনা করে গণমানুষের রাষ্ট্র বিনির্মাণে সঠিক পথ খুঁজে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, চলতি বছরের ৬ সেপ্টেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনে গঠিত কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটিতে আজাদ খান ভাসানীকে প্রধান সমন্বয়কারী করা হয়েছিল।










