টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা শ্রমিক শক্তি।
সোমবার সন্ধ্যায় শহরের শহীদ মিনারের সামন এ বিক্ষোভে শ্রমিক শক্তির নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভকালে তারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, জেলা ছাত্র শক্তির আহবায়ক আবু আহমেদ শেরশাহ, যুবশক্তির আহবায়ক সাইমন এবং শ্রমিক শক্তির সংগঠক জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্রের জন্য হুমকি। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।










