আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের খবরটি গুজব বলে জানিয়েছেন।
সোমবার ভোরে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় মঞ্জু বলেন, “ব্যারিস্টার ফুয়াদ ঠিক আছেন এবং তার গ্রেপ্তারের খবর সঠিক নয়। তিনি ভালো আছেন।”
মঞ্জু আরও জানান, একটি মহল মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
এদিকে, গত ৫ আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে প্রতিরাতে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ রয়েছে।