টাঙ্গাইলের কালিহাতীতে র্যাবের বিশেষ অভিযানে ৪৬০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মোঃ তোহর আলী (৬০), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মৃত সোয়ব আলীর ছেলে। রোববার (১৬ নভেম্বর) ভোরে যমুনাসেতু-ঢাকা মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন জানান, অভিযানে মোবাইল ফোন, ৯৫৫ টাকা নগদ এবং ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের অবৈধ বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।
র্যাব সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী রিয়াজ পরিবহনে মাদক পাচারের তথ্যের ভিত্তিতে গোপন সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চেকপোস্ট স্থাপন করা হয়। বাসটি থামানোর পর মোঃ তোহর আলীকে যাত্রীবেশে আটক করা হয়। তার হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে সুরক্ষিত চার পুড়িয়া এবং একটি বস্তার ভিতর রাখা চারটি পলিথিন প্যাকেটে ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ তোহর আলীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চারটি মাদক মামলা রয়েছে। তাকে টাঙ্গাইলের কালিহাতী থানায় হস্তান্তর করে মামলা দায়েরের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











