শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ ২০২৫ মিশন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হংকং।
প্রতিপক্ষ হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা জানিয়েছেন, বাংলাদেশকে হারাতে হলে তাদের সব ডিপার্টমেন্টে সেরা খেলতে হবে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ একটি মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার ও শক্তিশালী ব্যাটিং লাইনআপ আছে। তবে আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি, সেটিতেই মনোযোগী হতে হবে।”
অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ম্যাচটিকে সামনে রেখে জয়ের ব্যাপারে আশাবাদী। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে একমাত্র ম্যাচে হারের স্মৃতি থাকলেও লিটনের লক্ষ্য শুধুই জয়। প্রবাসী সমর্থকদের উপস্থিতি দলকে বাড়তি অনুপ্রেরণা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এই ম্যাচে সুযোগ পেতে পারেন নেদারল্যান্ডস সিরিজে কামব্যাক করা সাইফ হাসান। তবে আবুধাবির তীব্র গরম বাংলাদেশ দলের জন্য বাড়তি চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের এবারের মিশন। আগামী ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।











