২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে এবার এক চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে। দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি—অর্থাৎ শতভাগ ফেল। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি, যা এবার দ্বিগুণেরও বেশি বেড়ে উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলের বিশ্লেষণ অনুযায়ী, এবারের গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩.০৪ শতাংশের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ছাত্রদের গড় পাসের হার ৬৫.৮৮ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ। ফলে টানা দশম বছরের মতো ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় এগিয়ে রইল।
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় ৪৩ হাজার কম। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, যা আগের বছরের তুলনায় প্রায় এক লাখ কম।
ফলাফলে শূন্য পাস করা স্কুলের সংখ্যা এবং পাসের হার কমে যাওয়া নিয়ে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে শিক্ষা ব্যবস্থার গুণগত মান ও কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পর্যাপ্ত তদারকির ওপর জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।