জাতীয় ঐকমত্য গঠনে অংশগ্রহণকারী সব পক্ষকে কিছুটা ছাড় দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। রোববার (৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন।
ড. আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য একেবারেই স্পষ্ট—আমরা একটি সর্বজনগ্রাহ্য সনদ তৈরি করতে চাই, যা সবার মতামতের ভিত্তিতে প্রণীত হবে।”
তিনি জানান, সনদ তৈরির প্রক্রিয়ায় যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আসবে, সেগুলোর ভিত্তিতেই চূড়ান্ত নথি প্রস্তুত করা হবে। তবে সবারই কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সংলাপ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, “ঐকমত্যের দায়িত্ব শুধু কমিশনের নয়। আপনাদেরও উচিত সহযোগিতামূলক ভূমিকা রাখা, যাতে রাজনৈতিক শক্তিগুলো সংলাপে আরও উৎসাহিত হয়। আমরা কেবল অনুঘটকের ভূমিকা পালন করছি—মূল কাজটা অংশগ্রহণকারীদের।”
এই সংলাপ জাতীয় ঐকমত্য গঠনের প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটগুলো নিজেদের মতামত তুলে ধরছে।