আরেকটি ওয়ান ইলেভেনের আশঙ্কা প্রকাশ করে অন্তবর্তী সরকারকে বিতর্কিত সংস্কারে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বুধবার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদের এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, “চিকিৎসা শেষে লন্ডন থেকে ফিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেভাবে গণঅভ্যর্থনা পেয়েছেন, তা দেখে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা এসেছে। এই মুহূর্তে একটি জাতীয় নির্বাচনের প্রয়োজন রয়েছে।”
নির্বাচন ইস্যুতে ‘চক্রান্ত’ চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এ বিষয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে ফারুক বলেন, “করিডর না দিয়েও বাংলাদেশ রাখাইনদের সহযোগিতা করতে পারে।” এই বিষয়ে এখন কোনও সিদ্ধান্ত না নিয়ে নতুন নির্বাচিত সরকারের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।
এই বক্তব্যের মাধ্যমে ফারুক সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং অন্তবর্তী সরকারকে ‘অবাঞ্ছিত’ সংস্কার এড়িয়ে চলার পরামর্শ দেন।