কক্সবাজারের উখিয়া উপজেলার জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় র্যাব-১৫ প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৬ এপ্রিল) ভোরে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের হাতিরঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- কুতুপালং এলাকার নাজীর হোসেনের ছেলে আবুল ফজল বাবুল (৩৭) এবং তার দুই সহোদর মাহমুদুল হক (৩০) ও রায়হান (১৯)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত ৬ এপ্রিল উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের তিনজন নিহত হন। পরবর্তীতে, ৮ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মসজিদের খতিব ও জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭), তার বোন শাহিনা বেগম (৪০) এবং রওশন আরা। নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাইবোন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অনেকেই আহত হন, পরে তাদেরকে এমএসএফ, আলিফ এবং উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রওশন আরা বেগমকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়, তবে দুদিন পর সেখানেও তার মৃত্যু হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, এই ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছিল এবং নিহতদের পরিবারের পক্ষ থেকে ৭ এপ্রিল থানায় মামলা করা হয়। সেই মামলায় তিনজন আসামিকে আজ গ্রেপ্তার করা হয়েছে।