রাজধানীর কদমতলী এলাকা থেকে চোরাই মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আল আমিন (২৭) ও হাবিব সরকার (৩৫)।
মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১২টার দিকে কদমতলীর ঢাকা ম্যাচ শিল্প নগরী জামে মসজিদের পাশে “দ্য গেজেট অ্যাম্পরিয়াম টেলিকম” নামক দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোনগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা পলাতক এক ব্যক্তির কাছ থেকে এসব চোরাই ফোন কিনে বিক্রি করতেন বলে জানা গেছে।
এই ঘটনায় কদমতলী থানায় আল আমিন, হাবিব সরকার ও পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।