নিজস্ব প্রতিবেদক : ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশি ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ আয়োজনে পুলিশ লাইনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা।
এছাড়া বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল।
আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, মহিলা বিষয়ক সম্পাদিকা জেবুনেছা চায়না, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসক) জানে আলম ভূঞা, পুলিশ পরিদর্শক (অ্যাপোলো) মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। সম্পাদনা – অলক কুমার।