টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন পরিষদে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ইব্রাহিম। সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান আনোয়রুল ইসলাম স্বপন। এসময় গ্রাম আদালতের কর্মকর্তা সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসাইল উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মো. শামীম হোসেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সেলর মো. কাব্য মাহমুদ। এতে ইউপি সদস্য, বিদেশফেরত অভিবাসী, সম্ভাব্য অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রশাসক ইব্রাহিম বলেন, “যারা বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরেন তাদের ব্র্যাক আর্থিক সহায়তা প্রদান করে, যাতে তারা কর্মসংস্থান তৈরি করে স্বাবলম্বী হতে পারেন।” তিনি প্রত্যাশা-২ প্রকল্পকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।