টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকারের ওপর সন্ত্রাসী হামলা ও স্বর্ণ-নগদ টাকা লুটের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি প্রতিনিধি এবং স্বর্ণকার সমিতির নেতারা তাৎক্ষণিক সভা করেন।
সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ, উপজেলা জামায়াত আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক জাহানুর চৌধুরী।
বক্তারা হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং লুট হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধারের দাবি জানান। সভায় স্থানীয় বিএনপি নেতা জিএস বাবুল ও স্বর্ণকার সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার রাত সোয়া ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় করটিয়া সা’দত বাজার দুর্গা মন্দিরের সামনে প্রাইভেটকারযোগে আসা দুর্বৃত্তরা বিপ্লব কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।