করোনা ভাইরাসের প্রভাবে দেশ আজ অঘোষিত লকডাউনে আছে। মানুষ তাদের প্রাত্যহিক কর্মকান্ড যথাযথ ভাবে করতে পারছে না। এখন সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরেও চলছে ইরি-বোরো চাষের মৌসুম। এ মৌসুমে কৃষক যেন তাদের উৎপাদিত ফসল সঠিকভাবে ঘরে তুলতে পারে সে বিষয়টি লক্ষ্য রাখতে তথা কৃষিখাতকে বাঁচাতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত এ জরুরী সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় জরুরী সভায় উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, দেশের এ দূর্যোগ মোকাবেলায় আমাদের কৃষি ও পশু সম্পদকে রক্ষা করতে হবে। এজন্য তিনি ব্যাংক ম্যানেজারদেরকে প্রকৃত কৃষক ও খামারীদের সহজশর্তে ঋণ দেওয়ার আহবান জানান। টাকার অভাবে কোন কৃষক ও খামারী যেন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকটা লক্ষ্য রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
সভায় প্রকৃত কৃষক ও খামারীরা তাদের উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তার প্রত্যয়নের মাধ্যমে যাতে সহজশর্তে ঋণ পায় সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো.রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক নাগরপুর সদর শাখার ব্যবস্থাপক শান্তনু ঘোষ সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।