বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি আজ বুধবার দোহায় এক গোলটেবিল বৈঠকে অংশ নেন। এই বৈঠক অনুষ্ঠিত হয় দোহায় চলমান আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে।
বৈঠকে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, শেখ হিন্দ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির বোন।
বৈঠকে অধ্যাপক ইউনূসের সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও প্রেস সচিব শফিকুল আলম।