প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আজ সোমবার (২১ এপ্রিল) কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি দোহায় অনুষ্ঠিতব্য ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশ নেবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে।
সামিটে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এই সামিটে উপস্থাপনা, প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ড. ইউনূস।
এ সফরের বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন কাতারে। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও সফরসঙ্গী হিসেবে থাকবেন।