দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ফিনালিসিমা ২০২৬। ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার এই মহারণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ। শনিবার (৮ নভেম্বর) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমান ফিনালিসিমা শিরোপাধারী আর্জেন্টিনা। ২০২২ সালে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টিনা সমর্থকদের জন্য আরও একটি দারুণ খবর হলো— ফাইনালটি অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ ২০২২-এর ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে, যেখানে মেসির হাত ধরে বিশ্বকাপ শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
ম্যাচটিতে দুই দলই নামবে সম্পূর্ণ নতুন অ্যাডিডাসের অ্যাওয়ে জার্সি পরে। স্পেন খেলবে সাদা অ্যাওয়ে কিটে, আর আর্জেন্টিনা মাঠে নামবে কালো অ্যাওয়ে জার্সিতে।











