বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ দেবে কাতার সরকার। বিভিন্ন দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনাসদস্যদের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় চলমান ‘আর্থনা সামিট’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রতি তিন বছর অন্তর নিয়মিতভাবে এই নিয়োগ চলবে। পাশাপাশি নিয়োগের সংখ্যা আরও বাড়ানোর জন্য বাংলাদেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।
শফিকুল আলম আরও জানান, “যেমন কুয়েতে দীর্ঘদিন ধরে আমাদের সেনাসদস্যরা কর্মরত আছেন, কাতারও ঠিক তেমনভাবেই বাংলাদেশি সেনা সদস্য নিতে আগ্রহী। আশা করছি আগামী দুই মাসের মধ্যেই সেনাসদস্য পাঠানো সম্ভব হবে।”
প্রসঙ্গত, কাতারে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে অংশ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফরে রয়েছে।