কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, “আমরা আওয়ামী লীগ চাই না চাই জয় বাংলা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধুই আমাদের অনুপ্রেরণা।”
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, “মুক্তিযুদ্ধকে গালি দিলে বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, আবার জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তার মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বরং তিনি আমার থেকেও বড় মুক্তিযোদ্ধা।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তারেক রহমানের কোনো কথাই আমার ভালো লাগতো না। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর তারেক রহমানের কথার সঙ্গে অনেক বিষয়ে একমত হতে পারছি। মানুষের মনের ভাষা বুঝতে হবে, জয় বাংলার ধারা থামানো যাবে না।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব। এসময় সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।