ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করেছেন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন (৪৫)। তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে আগ্নেয়াস্ত্রসহ হামলার ঘটনায় দায়ের করা সন্ত্রাস দমন আইন ও আইসিটি আইনের অন্তত ১৫ মামলার আসামি ছিলেন।
রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্ত সম্পন্ন হবে।
কারা সূত্র জানায়, সুজন সাধারণ বন্দিদের কক্ষে ছিলেন। আত্মহত্যার সময় একই কক্ষে থাকা একজন আদালতে হাজিরায় গিয়েছিলেন এবং অন্যজন ঘুমিয়ে ছিলেন।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, সুজনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৫ সালের জানুয়ারিতে রাজধানীর উত্তরায় গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হন এবং তখন থেকেই কারাবন্দি ছিলেন।