কারাবন্দী অবস্থায় চিকিৎসা নেওয়ার সময় ঢাকায় মারা গেছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান। শনিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
মিজানুর রহমান মিজান বাসাইল উপজেলার কাশিল পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূত্র জানায়, প্রায় চার মাস আগে নাকাছিম এলাকা থেকে বাসাইল থানা পুলিশ তাকে আটক করে। পরে টাঙ্গাইল সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গত ১৭ সেপ্টেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।
টাঙ্গাইল কারাগারের জেল সুপার শহিদুল ইসলাম জানান, “মিজান অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে স্থানান্তরের পর তিনি কেরানীগঞ্জ কারাগারের অধীনে ছিলেন। মৃত্যুর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।”