কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। এ সময় তাঁর সহধর্মিণী সামা নিয়াতুল জান্নাত উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে এম তৌফিক আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আমির হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালিহাতী পৌরসভা দল ও বাংড়া ইউনিয়ন পরিষদ দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে কালিহাতী পৌরসভা দল জয়লাভ করে। ম্যাচ পরিচালনা করেন ঘাটাইল উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরিকুল ইসলাম এবং ধারাভাষ্য প্রদান করেন উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও খায়রুল ইসলাম বলেন, খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে। কর্মব্যস্ত জীবনে এমন ক্রীড়া আয়োজন ইতিবাচক মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টকে ঘিরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।











