কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইল কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আওলাতৈল গ্রামে খাদ্য বান্ধব কর্মসূচীর ৪৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ৮ জনকে আসামি করে কালিহাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
জানা যায়, নাগবাড়ী ইউনিয়নের ডিলার ইয়াছিন আলী ১০ টাকা কেজি মূল্যের চাল তার গোডাউন থেকে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় স্থানীয় জনতা হাতেনাতে আটক করে।
স্থানীয় জনতার সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম বৃহস্পতিবার সকালে ওই চাউল জব্দ করে থানায় নিয়ে আসেন।
নাগবাড়ী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিন্নাহ মিয়ার বড় ভাইয়ের নামে ওএমএস’র ডিলারশীপ; কিন্তু তিনিই (জিন্নাহ মিয়া) সকল কিছু দেখাশোনা করে থাকেন।
একটি সূত্র জানায়, জিন্নাহ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেনামে নিজেই ডিলারশীপ পরিচালনা করেন।
স্থানীয়রা জানান, জিন্নাহ’র গোডাউন থেকে ইতিপূর্বেও খাদ্যবান্ধব কর্মসূচীর চাল জব্দ করা হয়েছিল।
জিন্নাহ্ মিয়া ঘাটাইল ব্রাক্ষণশাসন মহিলা কলেজের শিক্ষক হলেও তিনি তার কর্মস্থলে উপস্থিত না থেকে নিয়মিত কালিহাতী উপজেলা পরিষদে ব্যস্ত সময় কাটান বলে কালিহাতী উপজেলা প্রশাসনের (নাম প্রকাশে অনিচ্ছুক) জনৈক কর্মচারী জানিয়েছেন।
এই ঘটনায় কালিহাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে ৫ জনের নাম উল্লেখ ও ৩ জন অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিষয়টি কালিহাতী থানা অফিসার ইনচার্জ সওগাতুল আলম নিশ্চিত করেছেন।
এই ঘটনায় দুই অটোচালক ও গোডাউন প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার