টাঙ্গাইলের কালিহাতীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার সাধারণ মানুষ ও বেকার যুবকদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে পতিশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার রাজাবাড়ী পাইকপাড়া এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পতিশ চন্দ্র মণ্ডল নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি চাকরির মিথ্যা আশ্বাসে যুবক-যুবতীদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছেন। প্রতারণার শিকার ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে নানা অজুহাতে তিনি সময়ক্ষেপণ করছেন এবং কেউ কেউ হুমকিরও শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বক্তারা আরও বলেন, চাকরির নামে প্রতারণার কারণে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ধরনের প্রতারকদের কারণে সমাজে আস্থার সংকট তৈরি হচ্ছে এবং বেকার যুবসমাজ সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে।
মানববন্ধনে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “পতিশ চন্দ্র মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের অর্থ দ্রুত ফেরতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ প্রতারণার শিকার না হন।”আয়োজকেরা জানান, ঘটনার সুষ্ঠু বিচার না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।











