টাঙ্গাইলের কালিহাতীতে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে কিশোরগঞ্জ জেলা থেকে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।