টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর চামুরিয়ায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক ফুটবল ম্যাচ — ছেলের বাবা বনাম মেয়ের বাবা দল! এমন ব্যতিক্রমী আয়োজন স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
বুধবার (২৩ জুলাই) বিকেলে চামুরিয়া অস্থায়ী মাঠে এই বিশেষ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এস এম এ খালিদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একই গ্রামের চার দলের খেলোয়াড়রা দুই দলে ভাগ হয়ে মাঠে নামে — একপাশে পুত্র সন্তানের পিতা, আর অন্যপাশে কন্যা সন্তানের গর্বিত বাবা।
মূল উদ্দেশ্য ছিল বিনোদন ও সামাজিক সম্প্রীতি বাড়ানো। পুরো ম্যাচ ছিল রুদ্ধশ্বাস ও উত্তেজনাপূর্ণ। দুই দলই জয়ের জন্য প্রাণপণ লড়াই করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।